১৯৬৩ সনের পূর্বে অত্র এলাকায় এককভাবে বন বিভাগের কোন অফিস ছিলনা। বাংলাদেশের প্রায় সর্ব দক্ষিণের ক্ষয়িষ্ণু শাল (গজারি) বনের আংশিক ও প্রায় সমতল ভূমি নিয়ে গঠিত হয় কুমিল্লা বন বিভাগ। এ অঞ্চলের বনাঞ্চল সমূহ প্রধানতঃ জমিদারদের নিজস্ব সম্পত্তি ছিল। এসব শালবন আধুনিক ব্যবস্থাপনার জন্য জমিদারগন ১৯২৩ সন হতে ১৯৩৫ সন পর্যন্ত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের নিকট হস্তান্তর করেন। ১৯৫০ সনে জারীকৃত জমিদারী উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনের ফলে ব্যক্তি মালিকানাধীন বনাঞ্চল সমূহ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়াসে ১৯৬৩ সন হতে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার সমস্ত এলাকাকে অধিক্ষেত্র হিসাবে ঘোষণা দিয়ে কুমিল্লা বন বিভাগের সূচনা হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধীনস্থ জেলা সমূহের সবগুলি নার্সারীই অত্র বন বিভাগের আওতাভূক্ত ছিল। পরবর্তীতে এনাম কমিটির রিপোর্টের ভিত্তিতে অত্র অধীক্ষেত্র বৃহত্তর কুমিল্লায় সংকুচিত হয়। বর্তমানে চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলা নিয়ে কুমিল্লা সামাজিক বন বিভাগ গঠিত।
ক্রমিক নং | সেবা প্রদানের ক্ষেত্রসমূহ | করণীয় | সেবা প্রদানের প্রাথমিক কার্যক্রম (প্রয়োজনীয় ও স্বয়ংসম্পূর্ণ তথ্যাদি প্রাপ্তি সাপেক্ষে) | গ্রাহক বা ভোক্তার বিবরণ | প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
১। | সামাজিক বনায়নের সৃজিত বাগানের আবর্তকাল শেষে বিক্রয়ের অনুমতি প্রদান | দরপত্র আহবান ও দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ গ্রহণ গ্রহণ | উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ | জনগণ | ৩০ কার্যদিবস | |
২। | বিক্রিত বনজ দ্রব্যের চলাচল পাস প্রদান করা | প্রাপ্ত ডকুমেন্টস সমূহ যাচাই করা ও অনুমোদন গ্রহণ | চলাচল পাস ইস্যু করা | জনগণ | ২ কার্যদিবস | |
৩। | সামাজিক বনায়নে অংশগ্রহণকারী ,উপকারভোগী, ভূমি মালিক এবং চুক্তি অনুযায়ী অন্যান্যদের মাঝে যথাসময়ে লভ্যাংশ বিতরন করা | প্রাপ্ত ডকুমেন্টস সমূহ যাচাই করা ও অনুমোদন | জেলা/উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন গ্রহণ | জনগণ | ৩০ কার্যদিবস | |
৪। | সামাজিক বনায়ন সংক্রান্ত যে কোন অভিযোগ নিষ্পত্তি করা | প্রাপ্ত অভিযোগ সমূহ তদন্ত পূর্বক মতামত গ্রহণ | নথি উপস্থাপন ও অনুমোদন গ্রহণ | জনগণ | ১৫ কার্যদিবস | |
৫। | বনজদ্রব্য বিক্রয় | দরপত্র আহবান ও দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ গ্রহণ গ্রহণ | উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ | জনগণ | ৩০ কার্যদিবস | |
৬। | বোটানিক্যাল গার্ডেন ও অন্যান্য স্থাপনার গেট ইজারা প্রদান করা | দরপত্র আহবান ও দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ গ্রহণ গ্রহণ | উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ | জনগণ | ৩০ কার্যদিবস | |
৭। | বনাঞ্চলের বিশ্রামাগার বরাদ্দ প্রদান করা | আবেদন পত্র যাচাই করণ | অনুমোদন | জনগণ | ৩ কার্যদিবস | |
৮। | সংরক্ষিত বনাঞ্চলে গবেষণার জন্য অনুমতি প্রদান করা | আবেদন পত্র যাচাই নথি উপস্থাপন | গবেষক/ছাত্র | ১৫ কার্যদিবস | ||
৯। | সংরক্ষিত বনাঞ্চলে ডকুমেন্টারী ফিল্মাম তৈরীর অনুমতি প্রদান | আবেদন পত্র যাচাই, নথি উপস্থাপন | মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ | জনগণ | ৩০ কার্যদিবস | |
১০। | সংরক্ষিত বনাঞ্চলে ইকো-টুর্যিজম এর জন্য পর্যটকদের অনুমতি প্রদান | নথি উপস্থাপন | অনুমোদন গ্রহণ | জনগণ | ৩ কার্যদিবস | |
১১। | বন্যপ্রাণী(হরিণ) লালন-পালনের পজেশন সার্টিফিকেট প্রদান | আবেদনপত্রের তথ্যাদি যাচাইকরণ/ নথি উপস্থাপন | উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ | ব্যাক্তি বা প্রতিষ্ঠান | পরিবেশ সংক্রান্ত তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে ৭ কার্যদিবস | |
১২। | সামাজিক বনায়ন সংক্রান্ত যে কোন পরামর্শ প্রদান | সামাজিক বনায়ন বিধিমালা’ ২০০৪ অনুযায়ী পরামর্শ প্রদান | নথি উপস্থাপন ও অনুমোদন গ্রহণ | জনগণ | ৩ কার্যদিবস |
‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলন’’ শীর্ষক প্রকল্পের আওতায় জনগনের মাঝে বিনামুল্যে বিতরনের জন্য ২০১০-১১ অর্থ বছরে ৭,৮২,২৩৪ টি চারা উত্তোলন করা হয়। উক্ত চারা জনগনের মাঝে বিতরনের কার্যক্রম চলিতেছে।
সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প’’ এর আওতায় কুমিল্লা জেলায় ২০০-২০১১ অর্থ বছরে ১২০ কি:মি: নতুন স্ট্রিপ বাগান সৃজন করা হয়।
কোটবাড়িস্থ লালমাই মৌজায় জীব বৈচিত্র্য সমৃদ্ধিকরণ ও চিত্ত-বিনোদনের সুযোগ সৃষ্টি শীর্ষক কর্মসুচি’’ আওতায় ২০১০-২০১১ অর্থ বছরে ২টি রেস্ট কর্ণার, ১৭০০ রা:মি: হেরিং বোন বন্ড রাস্তা ও ১৮২.০ রা:মি: বাউন্ডারী ওয়াল নির্মান ও অন্যান্য উন্নয়নমূলক কাজ সম্পাদন করা হইয়াছে।
কুমিল্লা সামাজিক বন বিভাগ
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়,
শাকতলা, কুমিল্লা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস