নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) ভৌগলিক ভাবে পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদী দ্বারা পরিবেস্টিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠি, দুর্য়োগ প্রবন এলাকা ও দরিদ্রঘন অঞ্চল শরীয়দপুর জেলায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রান ও পুনর্বাসন কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে ১৯৭৯ সনে নড়িয়া ইপজেলার কিছু সংখক সমাজ উজ্জিবক ও উন্নয়ন সংগঠকের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। এর মূল স্বপ্নদ্রষ্টা সংগঠক হলেন ৯ম জাতীয় সংসদেরমাননীয় ডেপুটি স্পীকার,শরীয়তপুর-২ নির্বাচনী এলাকা থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী এম পি। প্রতিষ্ঠার পর থেকে নুসা নড়িয়া উপজেলার দুস্থ, পশ্চাৎপদ, দারিদ্র্যক্লিষ্ট, অবহেলিত, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শ্রমজীবি নারী-পুরুষের মধ্যে আর্থ- সামাজিক উন্নয়নে কাজ শুরু করে। সংস্থাটি জন্মলগ্ন থেকেই গতানুগতিকচিন্তার বাইরে নতুন আঙ্গিকে নিজস্ব পরিক্লনায় সামাজিক ন্যায্যতা, দারিদ্র নিরসন ও স্থায়ীত্বশীল উন্নয়নের ধারা প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ কাজের মাধ্যমে পরবর্তীতে শরীয়তপুর জেলার একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ কল্রানমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠারলাভ করে। বর্তমানে নুসা আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষে 4টি জেলার দুঃস্থ ও দারিদ্রপিরিত জনগোষ্ঠির সাথে একাত্ন হয়ে কাজ করছে। সামাজে নারী পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চিত দুর্যোগ পরিবেশগত অভিযোজন কাঠমো নির্মান, দারিদ্র বিমোচন, মৈালিক ও মানবিক অধিকারাবলী পূরনের মাধ্যমে অভীষ্ট দরীদ্র জনগোষ্ঠিকে দক্ষ ও সাবলম্বী করে গড়ে তোলার লক্ষে নুসা বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে চলেছে।
ভিশন : একটি সুথী - সমিৃদ্ধ এবং সুষম ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা।ৎ মিশন: দরিদ্র মানুষের আর্খ- সামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত ও মর্যাদাশীল সমাজ গঠন। নারীর ক্ষমতায়ন ও মৌলীক অধিকার প্রতিষ্ঠা করা । সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (সমলেনিয়াম ডেভেলপমেন্ট গোল)বাস্তবায়নে সহায়তা করা। উদ্দেশ্যাবলী ঃ 1. নুসার উদ্দেশ্য জনগনের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে এমন একটি সমোজ প্রতিষ্ঠা করা যেখানে থাকবে না কোন শোষণ, নিরক্ষরতা, রোগব্যাধী, সন্ত্রাস, জেন্ডার বৈসম্য ও জনসংখ্যা সমস্যা। 2। নুসা এমন মানুষের সাথে কাজ করে যাদের জীবন চরম দারিদ্রতা, নিরক্ষরতা, রোগবালাই সহ অন্যা্য প্রতিবন্ধকতায় জর্জরিত। নানামূখী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নুসা দারিদ্র জননের জীবনের ইতিবাচক গুনগত পরিবর্তন আনতে চায়। 03. নুসা মানবাধিকার রক্ষা, অপরের প্রতি সম্মান প্রদর্শন ও জেন্ডার সমতা আনয়নের লক্ষে মানুষের সামজিক, অর্থনৈতিক ও মানবিক দক্ষতা উন্নয়নে সর্বদা দৃর প্রতিজ্ঞ। যদিও নুসা ব্যওাক্তিগত পর্যায়ে কাজের গুরুত্ত্ব প্রদান করে, তার পরেও সংস্থার স্থায়ীত্ব নির্ভর করে বিশেষ একটি পরিবেশের উপর যাতে গরীব জনসাধারন দারিদ্রদের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারে। এ পর্যায়ে নুসা জাতীয় ও আন্তর্যাতিকভাবে দারিদ্র নিরসন ও সামজিক উন্নয়ন সংক্রান্ত নীতি নির্ধারন স্তরে কাজ করার চেস্টা করে থাকে।
নড়িয়া,শরীয়তপুর 8020 ফোন: 0601-59154, মোবাইল: 01713-314837 www.nusa-bd.org, Email: nusa_bd@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস