মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিম্নবর্ণিত লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করে থাকে-
ক্রমিক | লাইসেন্স/পারমিট/পাস | ফি | সময় |
০১। | মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স। | ১০,০০০ টাকা | ৯০দিন |
০২। | মাদকদ্রব্য আমদানী/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর লাইসেন্স | ১০,০০০ টাকা | ৯০দিন |
০৩। | মাদকদ্রব্য আমদানী/ মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর ছাড়পত্র | - | ৩০দিন |
০৪। | মাদকদ্রব্য খুচরা বিক্রয়ের লাইসেন্স | ১,০০০ টাকা | ৩০দিন |
০৫। | মাদকদ্রব্য ব্যবহারের পারমিট | ১,০০০ টাকা | ৩০দিন |
০৬। | মাদকদ্রব্য বহন-পরিবহন পাস | - | ৩০দিন |
০৭। | মদ বিক্রয়/ মদ্যপানের বার লাইসেন্স | ১০,০০০ টাকা | ১২০দিন |
০৮। | খুচরা মদ বিক্রয়ের অফ লাইসেন্স পৌর এলাকায়- অন্যান্য এলাকায়- | ৪,০০০ টাকা ২,০০০ টাকা | ৯০দিন |
০৯। | প্রিকারসর কেমিকেলস্ আমদানী/ খুচরা বিক্রয়/ ব্যবহারের পারমিট আমদানী- খুচরা বিক্রয়- ব্যবহার- | ১০,০০০ টাকা ২,০০০ টাকা ২,০০০ টাকা | ৯০দিন ৬০দিন ৩০দিন |
১০। | এলকোহল উৎপাদন (ডিস্টিলারী/ ব্রিউয়ারী) লাইসেন্স | ২০,০০০ টাকা | ১২০দিন |
১১। | মদ্য পানের পারমিট- বিলাতী মদ- দেশী মদ- | ২,০০০ টাকা ৮০ টাকা | ৩০দিন ৩০দিন |
১২। | বেসরকারী মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লাইসেন্স ১০ বেড পর্যন্ত- ১০ বেডের উর্দ্ধে- | ১০,০০০ টাকা ২০,০০০ টাকা | ৯০দিন |
১৩। | বেসরকারী সংস্থ (NGO) নিবন্ধন | ১,০০০ টাকা |
ক। উপরোক্ত লাইসেন্স, পারমিট, পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
খ। আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
গ। অধিদপ্তরের Website www.dne.gov.bd থেকেও ফরমসমূহ Download করা যাবে।
ঘ। পূরণকৃত ফরম প্রধান কার্যালয়/সংশিষ্ট উপ-আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।
ঙ। পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইয়ের পর সরেজমিন তদন্তক্রমে উপযুক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করা হবে।
চ। আবেদন ফরমে উলিখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস