Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রত্নতত্ব অধিদপ্তর
ছবি
সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

()

ক্র: নং

সেবা সমূহ

সেবা গ্রহণকারী

১।

১৪ টি জাদুঘরের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংগৃহীত প্রত্নতাত্ত্বিক প্রদর্শন, সুবিধা প্রদান, পুস্তক বিক্রয়, ১০ টাকার বিনিময় টিকিট বিক্রয় সেবা প্রদান করা হয়। গ্রীষ্মকালীন সময় সূচী অনুযায়ী ময়নামতি জাদুঘর মঙ্গলবার থেকে শনিবার সকাল ১০.০০ টা হতে টা পর্যন্ত এবং সোমবার দুপুর .৩০ থেকে বিকাল .০০ টা পর্যন্ত।  সাপ্তাহিক ছুটি রবিবার। শালবন বিহার প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকাল .০০ টা পর্যন্ত খোলা রাখা হয়। শুক্রবার ১২.৩০ থেকে .৩০ পর্যন্ত নামাজের জন্য বিরতি। শীতকালীন সময়সূচী অনুযায়ী ময়নামতি জাদুঘর মঙ্গলবার থেকে শনিবার সকাল .০০ টা থেকে বিকাল .০০ টা পর্যন্ত এবং সোমবার .০০ টা থেকে বিকাল .০০ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি রবিবার। শালবন বিহার প্রতিদিন সকাল .০০ টা থেকে বিকাল টা পর্যন্ত খোলা রাখা হয়। শুক্রবার ১২.৩০ থেকে .০০ টা পর্যন্ত নামাজের বিরতি।

ময়নামতি জদুঘরের সময়সূচী অনুরুপ জাতিতাত্ত্বিক জাদুঘর , আগ্রবাদ, চট্রগ্রাম খোলা বন্ধ রাখা হয়।

গবেষক, শিক্ষক, ছাত্র, সাধারণ জনগন এবং দেশী বিদেশী পর্যটক।

২।

ময়নামতি জাদুঘরে আগত দর্শনার্থীদের মধ্যে যে সমস্ত দর্শনার্থী গাড়ী নিয়ে আসেন তাদের জন্য গাড়ী পার্কিং এবং বিহার এলাকায় দর্শনার্থীদের ব্যবহারের জন্য পৃথক পৃথক ভাবে টয়লেটসহ ইউরেনাল, বিহার এলাকায় দর্শনার্থীদের বসার জন্য আসন এবং জাদুঘর সংলগ্ন পূর্ব পাশে প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প এর ব্যবস্থা রাখা হয়েছে।

 দেশী-বিদেশী পর্যটক, সর্বস্তরের জনগণ এবং প্রতিবন্ধী। 

৩।

দর্শনার্থীদের জন্য কোন কোন সময় গাইডের ব্যবস্থা সহ ঐতিহাসিক শালবন বিহারের ইতিহাস জানার জন্য পরিচিতি ফলক এবং দর্শনার্থীদের নামাজ আদায়ের জন্য একটি উন্নতমানের মসজিদ রয়েছে।

সর্বস্তরের জনগণ।

৪।

ময়নামতি জাদুঘর ক্যাম্পাস এলাকায় একটি বিভাগীয় রেষ্ট হাউজ রয়েছে।

 দেশী-বিদেশী পর্যটক বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীগণ

৫।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েব সাইট www.archaeology.gov.bd অধিদপ্তর সম্পর্কিত যাবতীয় তথ্যাদি অন্তর্ভূক্ত করা হয়েছে। বিশেষতঃ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ সংরক্ষিত পুরাকীর্তির আলোকচিত্র সহ সংক্ষিপ্ত বিবরণ ওয়েব সাইটে প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে। 

গবেষক, শিক্ষক, ছাত্র, সাধারণ জনগন এবং দেশী বিদেশী পর্যটক।

৬।

ইতিহাস ঐতিহ্যের গবেষকগণের জন্য প্রত্নতত্ত্ব ভবনে অবস্থিত কেন্দ্রীয় লাইব্রেরীতে পুস্তক, জার্নাল ইত্যাদি পাঠের ব্যবস্থা।  আঞ্চলিক পরিচালক দপ্তর কর্তৃক প্রকাশিত পুস্তক, পুস্তিকা, জার্নাল, পোষ্টার, ব্রোশিয়ার, ভিউকার্ড পুরাকীর্তির ছবি সরবরাহ জাদুঘর সমূহে বিক্রয়ের ব্যবস্থা।

গবেষক, শিক্ষক, ছাত্র, সাধারণ জনগন এবং দেশী বিদেশী পর্যটক।

৭।

জাদুঘর সমূহে আগত দর্শনার্থীগণের জন্য বিভিন্ন তথ্য যথা- সময়সূচী, টিকিটের হার ইত্যাদি পত্রিকায় প্রকাশ করা হয়। প্রকাশনা সমূহ বিক্রয় অন্যান্য আনুষংগিক যেমন- পিকনিকের ব্যবস্থা প্রক্ষালন, খাবার ব্যবস্থা ইত্যাদি সুবিধাদি।

দেশী বিদেশী পর্যটক সর্ব স্তরের জনগণ।

৮।

অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রত্নতত্ত্ব ভবনে অবস্থিত অনুসন্ধান ডেস্ক হতে বিভিন্ন তথ্য সংগ্রহের ব্যবস্থা।

সর্বস্তরের জনসাধারণ।

৯।

সিটিজেন চার্টার প্রস্তুত করে ওয়েব সাইটে প্রচার করা হচ্ছে। এছাড়াও অধিদপ্তরের বিধি, প্রবিধি আইন ওয়েব সাইটে দেয়া হয়েছে।

সর্বস্তরের জনগণ।

 

()  সেবা পদ্ধতি

কর্মকর্তা কর্মচারীগণ অফিস চলাকালীন জাদুঘর খোলা রাখার সময় সাধারণ জনগণের চাহিদা মোতাবেক সরাসরি সেবা প্রদান করেন। সেমিনার, সভা, প্রকাশনা, ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকার মাধ্যমে জনগণকে অধিদপ্তর এর কার্যক্রম সম্পর্কে অবহিত করণ।

 

() অভিযোগ

সাইট অফিস এবং জাদুঘর সম্পর্কে যার নিকট অভিযোগ করতে হবে।

আঞ্চলিক অফিস প্রধান কার্যালয় সম্পর্কে যার নিকট অভিযোগ করতে হবে।

অভিযোগ নিষ্পত্তির সময়সীমা।

 

১।  আঞ্চলিক পরিচালক   

     প্রত্নতত্ত্ব অধিদপ্তর,

     ঢাকা বিভাগ, ঢাকা।

মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর,

এফ-/, আগারগাঁও প্র/ শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আঞ্চলিক পরিচালকগণ অভিযোগ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিষ্পন্ন করবেন এবং মহাপরিচালক দপ্তর অভিযোগ প্রাপ্তির মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করবেন।

 

() অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবাসমূহ

১।    অধিদপ্তরের তথ্য সরবরাহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- জনাব, মাহবুবুল হক, গবেষণা কর্মকর্তা, প্রত্নতত্ত্ব

অধিদপ্তর, ঢাকা। ফোন - ৯১১৪১৩৮, ০১৭১১-২৩৩৫২৪।

২।   অধিদপ্তরের অবসর গ্রহণকারী কর্মকর্তা/কর্মচারীদের পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা করণে কল্যাণ   

       কর্মকর্তা -

       জনাব . কে. এম সাখাওয়াত হোসেন, সহকারী পরিচালক (প্রশাঃ) চঃ দাঃ। ফ্যাক্স ০২-৯১১০৬৩২।

৩।   প্রতিবন্ধী ফোকাল পয়েন্ট কর্মকর্তা- জনাব মোঃ মাহবুবুল হক, গবেষণা কর্মকর্তা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর,

       ঢাকা।

       ফোন- ৯১১৪১৩৮, ০১৭১১-২৩৩৫২৪।

     

 

সাংগঠনিক কাঠামোর বিভাজন

)  অধিদপ্তর দপ্তর সমূহের ঠিকানাঃ

১।  প্রধান কার্যালয়

 ফোন নম্বর  ৮১২৬৮১৭

ফ্যাক্স নম্বর  ০২-৯১১৪৬৮৯। darchaeology@yahoo.com

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

প্রত্নতত্ত্ব ভবন, এফ-/, আগারগাঁও প্র/

শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭।

) ঢাকা বিভাগীয় আঞ্চলিক অফিস,

ঢাকা।

ফোন নম্বর- ৯১১৮৬৩৩।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

প্রত্নতত্ত্ব ভবন (৯ম তলা), এফ-/, আগারগাঁও প্র/

শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭।

)  রাজশাহী বিভাগীয় আঞ্চলিক অফিস,

বগুড়া।

ফোন নম্বর-  ০৫১-৬৬৫২৭

ফ্যাক্স নম্বর- ০৫১-৬৬৫২৭

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

রাজশাহী বিভাগীয় আঞ্চলিক অফিস

শেরপুর রোড, তেতুলতলা, বগুড়া

)  চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক অফিস, কুমিল্লা ফোন নম্বর - ০৮১-৭৬২১১

ফ্যাক্স নম্বর - ০৮১৭৩১০৬।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক অফিস

মুক্তা মহল, নবাববাড়ী, চৌমুহনী, কুমিল্লা।

)  খুলনা বিভাগীয় আঞ্চলিক অফিস, খুলনা।

ফোন নম্বর - ০৪১-৭৩০১৩৬

ফ্যাক্স নম্বর  - ০৪১-২৮৩১৯৫৬

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

খুলনা বিভাগীয় আঞ্চলিক অফিস

শিববাড়ী মোড়, মজিদ সরণী, খুলনা।

)  প্রত্নস্থল জাদুঘর সমূহ

ঢাকা বিভাগ                                                                           চট্টগ্রাম বিভাগ

লালবাগ দূর্গ জাদুঘর, লালবাগ, ঢাকা।                     ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কোটবাড়ী, কুমিল্লা

ময়মনসিংহ জাদুঘর, ময়মনসিংহ।                          শালবন বিহার, প্রত্নস্থল, কুমিল্লা

বালিয়াটি জমিদার বাড়ী, মানিকগঞ্জ।                      জাতিতাত্ত্বিক জাদুঘর, আগ্রাবাদ, চট্টগ্রাম।

পানাম নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

রাজশাহী বিভাগ                                                                   খুলনা বিভাগ

মহাস্থান জাদুঘর, মহাস্থান, বগুড়া।                          খুলনা বিভাগীয় জাদুঘর, শিববাড়ী মোড়, খুলনা।

রংপুর জাদুঘর, তাজহাট জমিদার বাড়ী, রংপুর।            বাগেরহাট জাদুঘর, ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট।

পাহাড়পুর জাদুঘর, পাহাড়পুর, নওগাঁ।                      শেরেবাংলা স্মৃতি জাদুঘর, চাখার, বরিশাল।

রবীন্দ্র কাচারী বাড়ী, শাহাজাদপুর, সিরাজগঞ্জ।             রবীন্দ্র কুঠিবাড়ী, শিলাইদহ, কুষ্টিয়া।

গোবিন্দ ভিটা প্রত্নস্থল, নওগাঁ।                               মাইকেল মধুসূদন দত্ত বাড়ী, সাগরদাড়ি, যশোর।

 

৩।   জনবল

   বর্তমানে অধিদপ্তরে অর্গানোগ্রাম অনুযায়ী ৪৪১ টি পদ রয়েছে।

পদ কাঠামো

মোট পদ

প্রথম শ্রেণী

৪৬

দ্বিতীয় শ্রেণী

১৭

তৃতীয় শ্রেণী

১৭৭

চতুর্থ শ্রেণী

২০১

সর্বমোট =  ৪৪১

(উলে­খ্য ১ম শ্রেণীর টি জন্য ৪র্থ শ্রেণীর টি পদ সর্বমোট টি পদ রাজস্ব খাতে সৃজন প্রক্রিয়াধীন)

 

সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা-

       অধিদপ্তরের আওতায় ৩৯৮ টি পুরাকীর্তি রয়েছে। তন্মাধ্যে মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সীতাকোট বিহার, কান্তজীর মন্দির, ছোট সোনা মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, ভাসু বিহার, বারবাজার, লালবার্গ দূর্গ, বালিয়াটি জমিদার বাড়ী, পানাম নগর অত্যন্ত গুরুত্নপূর্ণ পুরাকীর্তি। উলে­খ্য সমপ্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পূর্ব পুরুষদের বসতবাড়ী সংরক্ষণ গেজেট জারী হয়েছে।

 

মসজিদ

৯৯ টি

ঢাকা-

১০০ টি

মন্দির

৫৪ টি

চট্টগ্রাম-

৪৭ টি

বিহার

টি

সিলেট-

১১ টি

ঢিবি

৯৭ টি

রাজশাহী-

১৫৯ টি

সমাধি

২০ টি

খুলনা-

৬৪ টি

অন্যান্য

১২২ টি

বরিশাল-

১৭ টি

সর্বমোট-

৩৯৮ টি

প্রকাশনা

পুস্তিকা- ৩৪                         টি, ফোল্ডার- টি।

      

 

৫।  বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তভূক্তিকৃত পুরাকীর্তি-

১৯৮৫ সালে ইউনেস্কো কর্তৃক পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং বাগেরহাটের ষাট M¤^yR মসজিদ বিশ্ব ঐতিহ্য তালিকায় (World Cultural Heritage List) অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া বগুড়ার মহাস্থানগড় ময়নামতির পুরাকীর্তি (Tentative World Heritage List) সমূহ অন্তর্ভূক্ত করা হয়েছে।

৬।   অধিদপ্তরে কর্মরত জন  মুক্তিযোদ্ধা কর্মকর্তা/কর্মচারীদের তালিকা নিম্নরুপ

 

K)     জনাব মোঃ আব্দুল খালেক, আঞ্চলিক পরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা।

       )   জনাব মো: আবদুল হাকিম, হিসাব সহকারী-কাম-ক্যাশিয়ার, রংপুর জাদুঘর, রংপুর

       )   জনাব . কে. এম শুকুরুজ্জামান, সিকিউরিটি গার্ড, লালবার্গ দুর্গ জাদুঘর, ঢাকা।

৭।    অধিদপ্তরের আইন, বিধি বিধান নিম্নরুপ

(i)     Antiquities act, 1968 (amendment) ordinance, 1976.

(ii)    Antiquities preservation rules, 1986.

(iii)   archaeological works code.

(iv)   the officers and employes (department of archaeology and museums) recruitment rules,

        1985.

(v)    Mantial Law Committe on Organization Set up, Phase II.

(vi)   Conservation Manual.

 

 

 

                                                                                                            

 

যোগাযোগ

ময়নামতি জাদুঘর  কার্যালয়

শালবন বিহার, কোটবাড়ী, কুমিল্লা।